প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম আমি এক ব্যাক্তির কাছে প্রায় ১ লক্ষ টাকা পাই। সে আমাকে টাকা নিয়ে অনেক দিন থেকে ঘুরাচ্ছে। এ বছর আমার প্রায় ৮০ হাজার টাকা যাকাত এসেছে। এখন আমি যদি ঐ লোককে বলি যে, ভাই আমি আপনার নিকট পাওয়া ১ লক্ষ টাকা থেকে ৮০ হাজার টাকা যাকাত দেয়ার জন্য দায়িত্ব দিলাম। আপনি আপনার নিজ দায়িত্বে এই ৮০ হাজার টাকা বিভিন্ন জায়গায় যাকাত দিয়ে দিবেন। আর আমি আপনার কাছে বর্তমানে ২০ হাজার টাকা পাবো। তাহলে কি আমার যাকাত আদায় হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
শুধু একথা বলার দ্বারাই আপনার যাকাত আদায় হবে না এবং আপনিও যাকাত আদায়ের দায়িত্ব থেকে মুক্ত হবেন না যতক্ষণ সে তা আদায় না করে। বরং আপনি এই সূরত এখতিয়ার করতে পারেন, যদি সে ঋণ আদায়ে বাস্তবেই সমর্থ না হয় এবং যাকাত গ্রহনের উপযুক্ত হয় তবে আপনার যাকাতের টাকা প্রথমে তার নিকট হস্তান্তর করবেন অতঃপর তার নিকট থেকে আপনার পাওনা উসূল (প্রয়োজনে জবরদস্তি) করে নিবেন।–আল বাহরুর রায়েক ২/৩৭০; আদ্দুররুল মুখতার ২/২৭১

Loading