প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরতের কাছে জানতে ইচ্ছুক, মেয়েদের স্বর্ন কিংবা রুপার আংটি ব্যতীত অন্য কোন ধাতুর (প্লাটিনাম, কপার, নিকেল) আংটি পরা জায়েয আছে কিনা?

উত্তর :

না, প্রশ্নে উল্লেখিত বস্তুসমূহের দ্বারা তৈরি আংটি মহিলাদের জন্য ব্যবহার করা নিষেধ। তবে তারা সোনা, রূপা, পাথর, হীরা, মাটি, পুতি, কাঁচ ও ইমিটেশনের আংটি ব্যবহার করতে পারবে। আর মহিলারা আংটি ছাড়া অন্যান্য অলঙ্কারের ক্ষেত্রে যে কোনো ধাতব বা বস্তু ব্যবহার করতে পারবে।-রদ্দুল মুহতার ৬/৩৬০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩৪

Loading