প্রশ্ন : আস্‌সালামু আলাইকুম, মুহতারাম। মাসবূক ব্যক্তি যদি জামাআতে ইমামের পিছনে নামায আদায় করতে গিয়ে চার রাকাআাতের এক রাকাআত পায়, তবে তা আদায়ের নিয়ম কি? মুহতারাম, বিনীতভাবে জানতে চাচ্ছি। জাযাকল্লাহ্ খয়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
ইমাম সাহেব দুই পাশে সালাম ফিরানোর পর তাকবীর বলে দাঁড়াবেন। সূরা ফাতেহা ও অন্য সূরা পড়ার পর রুকু সিজদাহ করে প্রথম বৈঠক করবেন। অতঃপর দাঁড়িয়ে সূরা ফাতেহা ও অন্য সূরা পড়ে যথানিয়মে রুকু সিজদাহ করে দাঁড়াবেন। এবার শুধু সূরা ফাতেহা পড়ে রুকু সিজদাহ করে শেষ বৈঠক করে নামায শেষ করবেন।–আদ্দুররুল মুখতার ১/৫৯৬, ৫৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১

Loading