প্রশ্ন : ১. আমার পোস্টিং মানিকগঞ্জ। আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। প্রতিদিন সকালে মানিকগঞ্জ যাই আবার সন্ধ্যায় ফিরে আসি। বাড়ি হতে বের হয়ে ফেরা পযর্ন্ত সময়ে নামাজ কি কসর হবে? ২. আছর নামাজ পড়ে রওনা হলে প্রায়ই মাগরিব ওয়াকত শেষ হয়ে যায়, এক্ষেত্রে এশার ওয়াকতে আগে মাগরিব পড়ি। এটা কি সহীহ?

উত্তর :

১।যদি আপনার সফরের দূরত্ব ৪৮মাইল(৭৭.২৪৬৪কিলোমিটার) বা তদাপেক্ষা বেশি হয় তবে কসর করবেন।-ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯;রদ্দুল মুহতার ২/১২১-১২৩; আসারুস সুনান পৃ: ২৬৩।

২।না এমন করা মারাত্মক গুনাহের কাজ। মাগরিবের ওয়াক্ত কমপক্ষে ১ ঘণ্টা ১০ মিনিট থাকে। জামাআতের সাথে না পড়তে পারলেও কমপক্ষে ওয়াক্তের মধ্যে তো পড়তেই হবে। আপনি নবীনগর বা সাভারে একটি ব্রেক দিবেন।যদি কোন দিন জ্যামের কারনে আগে কোথাও নামতে হয় তবে আগেই নামবেন। অতঃপর মাগরিবের নানায আদায় করে পুনরায় গাড়িতে উঠবেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন “যে ব্যক্তির এক ওয়াক্ত নামায ছুটে গেল তার যেন পরিবার-পরিজন ধন-সম্পদ সবকিছুই লুট হয়ে গেল”- সুনানে নাসাঈ, হাদীস নং ৪৭৯।

এছাড়াও হাদীস শরীফে আরো বিভিন্ন ধমকির কথা এসেছে নামায তরকারীর ব্যাপারে।

Loading