প্রশ্ন : ১। অনেক আলেম উলামা তাবলীগ জামাআত করেন। আবার অনেকেই করতে নিষেধ করেন। তাবলীগ জামাআত করা জায়েয ? ২। ৫ ওয়াক্ত নামাযে যে সুন্নাত নামায আছে সেগুলো কি বাধ্যতামুলক? না পড়লে কি গুনাহ হবে?

উত্তর :

১।উলামায়ে দেওবন্দ সহ সকল হক্কানি উলামায়ে কেরাম প্রচলিত দাওয়াত ও তাবলীগকে হক মনে করেন।

২।ফজরের পূর্বে দুই রাকাআত, যোহরের পূর্বে চার রাকাআত ও পরে দুই রাকাআত, মাগরিবের পরে দুই রাকাআত এবং ইশার পরে দুই রাকাআত সর্বমোট বার রাকাআত নামায সুন্নাতে মুআক্কাদাহ। অনুরূপভাবে জুমুআর পূর্বে চার রাকাআত এবং পরে চার রাকাআতও সুন্নাতে মুআক্কাদাহ। এগুলো না পড়লে গুনাহ হবে।–সহীহুল বুখারী, হাদীস নং ১১৮২; সুনানে তিরমিজী, হাদীস নং ৪২৪; সহীহ মুসলিম, হাদীস নং ১৭৩৩; তাবারানী, আল মুজামুল কাবীর, হাদীস নং ৯৫৫১।

Loading