প্রশ্ন : আসসালামু আলাইকুম। ছেলের পাপে কি বাপকে দায়ী করা হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, ছেলের গুনাহের কারণে পিতাকে দায়ী করা হবে না। তবে পিতা গাফলতি করে সন্তানকে দীন শিক্ষা না দেওয়ায় সন্তান গুনাহ করলে পিতা এর জন্য দায়ী থাকবে। অনেক সন্তানের কারণে পিতামাতা জাহান্নামে যাবে। তবে পিতামাতা সন্তানকে দীন শিক্ষা দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করা সত্ত্বেও সন্তান নাফরমান হলে পিতামাতা দায়ী থাকবে না।–সূরা আনআম, আয়াত নং ১৬৪; সূরা হা-মীম, আয়াত নং ২৯

Loading