প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১) পুল/বিলিয়ার্ড খেলা যাবে কি? এতে শারীরিক শক্তি খরচ হয়। ২) মোবাইলে গেম্স খেলা কি হারাম? ৩) কম্পিউটারে গেম্স খেলা এবং এর ব্যবসা করা কি জায়েয?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। অন্য কোন নাজায়েয জিনিসের সন্নিবেশ না ঘটে থাকলে সত্তাগতভাবে খেলাটি খেলা যেতে পারে। অন্য নাজায়েয যে সকল জিনিসের সন্নিবেশ ঘটতে পারে তা হল-
ক। হার-জিতের উদ্দেশ্যে খেলা, শরীরচর্চা উদ্দেশ্যে নয়। অনুরূপভাবে পেশা হিসেবে না খেলা।
খ। সতর খোলা।
গ। জুয়া বা বাজির সন্নিবেশ ঘটা।
ঘ। নারী-পুরুষের অবাধ মেলামেশা হওয়া।
ঙ। গান-বাদ্য ও যে কোন ধরনের হারাম বা গুনাহের কাজ সংযুক্ত হওয়া।
চ। ফরজ ,ওয়াজিব ও ওয়াজিব কোন হকের ব্যাপারে উদাসীনতা সৃষ্টি করা। যেমনঃ নামায বা তার উপরে অর্পিত জরুরী কোন দায়িত্ব অবহেলা করা।
ছ। উদ্দেশ্যহীন শুধু সময় কাটানোর জন্য খেলা।
জ। শরীআতের যে কোন হুকুম লঙ্ঘন হওয়া।
এগুলোর কোনটি পাওয়া গেলে তা আর জায়েয হবে না।
(সূত্রসমূহ–সূরা মুমিনূন, আয়াত -৩,বাদায়েউস সানায়ে ৪০৬/৬,এমদাদুল মুফতীন পৃ:১০০১)।

নিম্নোক্ত লিঙ্ক থেকে এ বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে পারেন
http://muftihusain.com/ask-me-details/?poId=404

২+৩। হ্যাঁ, মোবাইল বা কম্পিউটারে গেমস খেলা এবং এগুলোর ব্যবসা করা নাজায়েয। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন।
http://muftihusain.com/ask-me-details/?poId=1425

Loading