প্রশ্ন : আসসালামু আলাইকুম আশা রাখি ভাল আছেন। জনাব, ভাল লাগা থেকে সম্পর্ক তৈরী হওয়ায় ৩ বছর আগে আমি একটা মেয়েকে গোপনে কোর্টে রেজিঃ করে বিয়ে করে ফেলি। সাক্ষী ছিলো আমার বন্ধু কয়েকজন। পরদিন সব জানাজানিও হয়ে যায়। প্রথমে সবাই আপত্তি দেখালেও পরে দুপরিবারের সবাই সম্মতি দেয়। তবে সংসার শুরু করিনি এখনও। আমি আমার বাড়িতে আর সে তার মা বাবার কাছে আছে। ১) একই সম্পর্কের বিয়ে দ্বিতীয় বার পড়ানো যাবে? ২) ১ম বার বিয়ে পড়ানোর পর ২য় বার পড়ানোর ক্ষেত্রে শরীয়তের বিধান কি? জানালে উপকৃত হবো। আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমীন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। পূর্বের বিয়ের বিষয়টি যদি সবার জানাজানি হয়ে যায় তবে দ্বিতীয় বার বিবাহের কি প্রয়োজন? এমনটি হলে তো শরীয়তের একটি হুকুম ঠাট্টায় পরিণত হবে। তাছাড়া এটা তো একটা অনর্থক কাজ হবে। আর মুমিন অনর্থক কাজ থেকে বিরত থাকে।–সূরা মুমিনূন, আয়াত ১-৩

Loading