প্রশ্ন : হুজুর আপনি স্বামী স্ত্রীর এবং স্ত্রীকে স্বামীর লিঙ্গ চোষা নিষেধ করেন কিন্তু আমি একজন বড় আলেমের কাছে শুনেছি যে, ইলমামে এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা নেই। তাই বিষয়টি ব্যাখ্যা করলে উপকৃত হব।

উত্তর :

মুখ দিয়ে লিঙ্গ চোষা এটাতো খুবই বিকৃত ও নোংরা রুচির পরিচায়ক। যে মুখ দ্বারা যিকির করা হয়, পবিত্র কালামুল্লাহ তিলাওয়াত করা হয় তা দ্বারা কোন নাপাকীর স্থান স্পর্শ করা কিভাবে বৈধ হতে পারে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
وَإِذَا أَتَى الْخَلَاءَ فَلَا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ
অর্থঃ কেউ ইস্তেঞ্জাখানায় এলে সে যেন ডান হাত দ্বারা তার লিঙ্গ স্পর্শ না করে।–সহীহুল বুখারী। হাদীস নং ১৫৩; সহীহ মুসলিম, হাদীস নং ৬৩৭; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩১; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩১০; সুনানে তিরমিজী, হাদীস নং ১৫; সুনানে নাসায়ী, হাদীস নং ২৪
দেখুন, একটু লক্ষ্য করুন, যেখানে ডান হাত দ্বারা নিজের লজ্জাস্থান স্পর্শ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন সেখানে অপরের লজ্জাস্থান মুখে নেওয়া কেমন হবে? শরীয়াত এর থেকে স্পষ্ট করে আর কি বলবে? যার সামান্যতম বিবেক আছে সে সহজেই এ হাদীস থেকে বিষয়টি বুঝতে পারবে।

Loading