প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। হযরত মুক্তাদী থাকা সত্ত্বেও ইমাম নিজে ইকামত দিতে পারবে কি? দিলে নামায হবে কি? এবং ইকামতের সওয়াব পাওয়া যাবে কি? ২। আমাদের অফিসে প্রতিদিন জামাআত হয় সেখানে যখন যে রুমে পারি নামায পড়ে নিই। এক্ষেত্রে আযান দেয়া যাবে কি? ৩। আমাদের এই অফিসে দুখূলুল মসজিদের নামায পড়া যাবে কি? অনেক অফিসে বা ব্যাংকে অথবা মার্কেটে নামাযের নিদিষ্ট স্থান থাকে সেখানে দুখূলুল মসজিদের নিয়ত করা যাবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ,পারবে এবং এর দ্বারা সে ইকামতের ছাওয়াবও পাবে। আর এতে নামাযের কোন সমস্যা হবে না।– ফাতাওয়া রহীমিয়া ৪/১০৪
২। যাবে, মুস্তাহাব।–রদ্দুল মুহতার ১/৩৯৪; আহসানুল ফাতাওয়া ২/২৮১
৩। দুখূলুল মসজিদের নামায শরয়ী মসজিদে প্রবেশের সাথে সম্পৃক্ত।

Loading