প্রশ্ন : আসসালামু আলাইকুম হাফ শার্ট পড়ে নামায হবে কি? না হলে, লেবাসের সুন্নাত তরীকাটি একটু যদি বুঝিয়ে লিখতেন। বিশেষ করে যারা প্যান্ট-শার্ট-টিশার্ট-কোর্ট-টাই-ফতুয়া-লুঙ্গি পরেন, তাদের জন্য। জাযাকাল্লাহু খায়রন

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হাফ শার্ট পরিধান করে অর্থাৎ কনুই খোলা রেখে নামায পড়া মাকরূহ।
কয়েকটি শর্তসাপেক্ষে যে কোন ধরণের পোশাক পরিধান করা যায়। যেমন-
১। সতর পরিপূর্ণভাবে আবৃত হওয়া।
২। শরীয়াতে নিষেধকৃত কোন পোশাক না হওয়া।
৩। কাফের ফাসেক তথা বিধর্মীদের সাথে সামঞ্জস্য না হওয়া।
৪। পুরুষদের জন্য মহিলাদের সাদৃশ্য এবং মহিলাদের জন্য পুরুষদের সাদৃশ্য না হওয়া।
৫। এমন পাতলা কাপড় না হওয়া যার দ্বারা সতর প্রকাশ পায়।
৬। এত টাইটফিট কাপড় না হওয়া যাতে সতর ফুটে উঠে।
৭। পুরুষদের জন্য দাঁড়ানো অবস্থায় টাখনুর উপরে কাপর পরা ইত্যাদি।
সুত্রসমূহঃ সহীহুল বুখারী, হাদীস নং ৩৬৬৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪০৩৩; সুনানে তিরমিজী, হাদীস নং ২৭৮৪; মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বর্ণনা নং ৭৯৩১; রদ্দুল মুহতার ৬/৩৫১; আহসানুল ফাতাওয়া ৩/৪০৬

Loading