প্রশ্ন : চেয়ারে বসে নামায পড়া সম্পর্কে আপনার অনেক বড় একটি অধ্যায় পড়লাম। খুব ভালো লেগেছে। এখন আমার প্রশ্ন হলো যদি কেউ নফল বা সুন্নাতে যায়েদা বা সুন্নাতে মুআক্কাদা এই তিনটি নামায আরামের জন্য বা কষ্ট হয় বিধায় চেয়ারে বসে পড়ে তবে এর হুকুম কি?

উত্তর :

নফল বা সুন্নাতে যায়েদা চেয়ারে বসে পড়তে কোন অসুবিধা নেই। আর সুন্নাতে মুআক্কাদার মধ্যে ফজরের সুন্নাত দাড়িয়ে যথানিয়মে রুকু সিজদাহ করে পড়া জরুরী। অন্যান্য সুন্নাতে মুআক্কাদাগুলোও দাড়িয়ে পড়া চাই।–আদ্দুররুল মুখতার ১/৪৪৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১১২।

Loading