প্রশ্ন : আসসালামু আলাইকুম, ভিডিও হারাম সম্পর্কে জানতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামআত পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে ২৬ জানুয়ারী ২০১৮ ইং তারিখে মুফতী মনসুরুল হক (দা:বা:) এবং মাহমুদুল হাসান (দা:বা:) বয়ান করেন, কিন্তু তার আগেও ভিডিও করা হচ্ছিল, কিন্তু তারা আসার পর ভিডিও বন্ধ রাখেন এবং তারা বলেন ভিডিও করা হারাম। কিন্তু তার কিছুক্ষন পরই খতীবুল হিন্দ আল্লামা সালমান বিজনূরী সাহেব, মুহাদ্দিস, দারুল উলুম দেওবন্দ, ভারত বাদ মাগরিব বয়ান করেন কিন্তু তখন আবার ভিডিও করা হয়। তিনি যদি হারাম মনে করতেন তাহলে তো ভিডিও করা বন্ধ করতেন কিন্তু তিনি তা করেননি। যেখান থেকে দক্ষিণ এশিয়ায় ইসলামের প্রচার-প্রসার হলো তাদের এবং বাংলাদেশের কওমী মাদ্রাসার মুরুব্বীদের সাথে এরকম ব্যবধান কেন? যদি জায়েয নাজায়েয উভয়টি হতো তাহলেও চলতো (হাদীস অনুযায়ী দুজনই সওয়াব পেত), কিন্তু কথা হচ্ছে হারাম নিয়ে। আশা করি আপনি উহার সঠিক সমাধান দিবেন, যাতে করে আমি হারামকে হারাম এবং হালালকে হালাল মেনে চলতে পারি। জাযাকাল্লাহ খায়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
ডিজিটাল ফটোগ্রাফি এবং ভিডিও এখনো উপমহাদেশের অধিকাংশ উলামায়ে কেরামই (প্রায় সকলেই) হারাম বলেন। আমরাও সম্পূর্ণ নাজায়েয ও হারাম মনে করি। উপমহাদেশের অন্যতম দ্বীনী মারকায দারুল উলূম দেওবন্দের ফাতওয়াও আমাদের জানামতে এটাই। দেওবন্দের নিজস্ব ওয়েবসাইটেও ছবি (চাই ডিজিটাল হোক বা অ্যানালগ) হারাম হওয়ার ব্যাপারে শত শত ফাতওয়া রয়েছে। নিম্নে দেওবন্দের ছবি হারাম হওয়ার ব্যাপারে একটি বিশদ প্রবন্ধের লিঙ্কসহ কয়েকটি ফাতওয়ার লিঙ্ক দেওয়া হল যা আপনি স্থানীয় কোন আলেমের নিকট থেকে তরজমা করে নিতে পারেন-
১। file:///D:/%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE/%D8%AD%D8%B1%D9%85%D8%AA%D9%90%20%D8%AA%D8%B5%D9%88%DB%8C%D8%B1%20%DA%A9%DB%8C%20%D9%86%D9%88%D8%B9%DB%8C%D8%AAdeobond.html
২।
http://www.darulifta-deoband.com/home/en/Halal–Haram/59256
৩।
http://www.darulifta-deoband.com/home/ur/Halal–Haram/61528
৪।
http://www.darulifta-deoband.com/home/ur/Halal–Haram/31717
৫।
http://www.darulifta-deoband.com/home/ur/Halal–Haram/156042
৬।
http://www.darulifta-deoband.com/home/ur/Halal–Haram/149821
উল্লেখ্য যে, প্রশ্ন দেখে মনে হয় আপনি হারাম ও নাজায়েযকে ভিন্ন মনে করেন। আসলে হুকুমের দিক দিয়ে উভয়টি একই।

Loading