প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। নামাযের ওয়াক্ত হলে আযান না দিলেও নামায আদায় করা যাবে কি? ২। আমরা বিয়ে করার সময় আমাদের কাবিন নামায় বউ কতৃর্ক স্বামীকে তালাক দেওয়ার এক‌টি অনুচ্ছেদ থাকে, যা বিয়ের সময় আমি কাজীকে উক্ত অনুচ্ছেদ বাদ দিয়ে দিতে বলি কিন্তু কাজী ভুলে উক্ত অনুচ্ছেদ বাদ না দিলে আমার বউ কি আমাকে তালাক দিতে পারবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। যাবে।

২। সেখানে (১৮ নং ঘরে) স্ত্রীকে তালাক গ্রহনের ক্ষমতা দেওয়া থাকলে আর আপনি তাতে সাইন করে থাকলে, সে নিজের উপর তালাক গ্রহন করতে পারবে। নিঃশর্ত ক্ষমতা দেওয়া থাকলে যে কোন সময় আর শর্তের সাথে দেওয়া থাকলে শর্ত পাওয়ার পর সে নিজের নফসের উপর তালাক গ্রহন করতে পারবে।

উল্লেখ্য যে, মহিলারা কখনো স্বামীকে তালাক দিতে পারে না। আর দিলেও তা কার্যকর হয় না।

সুত্রসমূহঃ হিদায়া ২/৩৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৪২০

Loading