প্রশ্ন : আসসালামু আলাইকুম dps -এ টাকা আছে হাতে কিন্তু টাকা নেই। কুরবানি ওয়াজিব হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

হ্যাঁ, ব্যাংকে জমাকৃত টাকা নেসাব পরিমাণ হলে কুরবানী ওয়াজিব হবে। বর্তমান বাজারদর অনুযায়ী কুরবানীর নেসাব ৪২০০০ টাকা। আর কুরবানী শুধু নগদ টাকা থাকার কারনে ওয়াজিব হয় না। বরং প্রয়োজন অতিরিক্ত যে কোন সম্পদ থাকলে তা কুরবানীর নেসাবে গণ্য হয়। কুরবানীর নেসাবের ব্যাপারে বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-

http://muftihusain.com/article/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%bf/

উল্লেখ্য যে, ব্যাংকে dps করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এটা করা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর।

Loading