প্রশ্ন : আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুরের কাছে জানতে চাই, ১। BRAC / CP অথবা এই ধরনের কোম্পানীর পশম বিহীন হাঁস/ মুরগীর মাংস কিনে নিজ বাসায় রান্না করে খেলে হালাল হবে কিনা? ২। আমার মেয়ের নাম রেখেছি “আরশিয়া আযওয়া ফালাক”। তার বয়স ৪ বছর ৯ মাস। আকীকা করা আছে। নাম ইসলাম সম্মত হয়েছে কিনা? না হলে করনীয় কি? আপনার ওয়েব সাইট থেকে মনের অনেক সন্দেহ দুর হয়েছে এবং প্রতিনিয়ত অনেক উপকৃত হছি। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। বেয়াদবী মাফ করবেন। আমাদের জন্য দুআ করবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
১। এসব কোম্পানী হাঁস/ মুরগী কীভাবে পক্রিয়াজাত করে? কীভাবে জবাই করে? পশম মুক্ত করার পদ্ধতিই বা কি? এগুলো জানানোর পরেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।
২। হ্যাঁ, উক্ত নাম রাখতে কোন অসুবিধা নেই।

Loading