প্রশ্ন : আসসালামু আলাইকুম! মুহতারাম মুফতি সাহেব, আমি একজন কাওমী মাদরাসার ছাত্র। জামিয়া ইসলামিয়া রায়পুর মৌলভীবাজার এর জালালাইন জামাতের ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে- আমি Mutual Trust Bank এ “Student Graduate” একাউন্ট খুলতে চাই। তো আমার জন্য কি একাউন্ট খোলা জায়েয হবে? জেনে রাখা ভালো যে, এই একাউন্টে তারা যে কোন পরিমাণ টাকার উপর সর্বনিম্ন ৪.৫০% সূদ দিয়ে থাকে। কিন্তু আমি এই টাকা অবশ্যই খাবো না। এই একাউন্টের বৈশিষ্ট্য হচ্ছে এতে আলাদা কোন চার্জ লাগে না। শুধুমাত্র ডেবিট কার্ডের জন্য প্রতি বছরে ৫৭৫ টাকা লাগে। এই কারণেই আমি এই একাউন্ট খুলতে চাই। আর মূলত অনলাইনে কেনা-কাটা করা ও জরুরী সময়ে ATM BOTH থেকে টাকা উঠানোর জন্যই এই একাউন্ট করা। সুতরাং দয়া করে আমাকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহ খাইরন!

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

না, উক্ত সেভিংস একাউন্ট খোলা জায়েয হবে না। একান্ত প্রয়োজন হলে কারেন্ট একাউন্ট খুলতে পারেন।

আর নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। যেখানে আপনার এই বক্তব্য “কিন্তু আমি এই টাকা অবশ্যই খাবো না” এর জবাবও পেয়ে যাবেন-

http://muftihusain.com/article/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0/

Loading