প্রশ্ন : সালাম, অসুস্থ ৭ বছরের বাচ্চার ক্যান্সার হয়েছে। চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব, না করলে মৃত্যু। এমনিতে তারা অবস্থাপন্ন, যাকাত পাওয়ার যোগ্য নয়, তবে বাচ্চার চিকিৎসায় কোটি টাকার উপরে লাগবে, সহায় সম্বল সব বিক্রি করেও চিকিৎসার অর্ধেক টাকাও হয় না, অন্যদের থেকে সাহায্য নেয়া শুরু করেছে। এমতাবস্থায় যাকাতের টাকা তাকে দেওয়া যায় কি? ধন্যবাদ।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, তার নিকট নেসাব পরিমান সম্পদ থাকা অবস্থায় তাকে যাকাত দেওয়া যাবে না। তবে তাকে একান্ত যাকাত দিতে হলে সে তার নিজস্ব টাকা খরচ করার পর (অর্থাৎ যখন সে দরিদ্রের অন্তর্ভুক্ত হবে বা তার নিকট নেসাব পরিমান সম্পদ থাকবে না তখন) তাকে যাকাত প্রদান করবে। এক্ষেত্রে এমনও করা যায়, রোগীর এমন কোনো অভিভাবককে যাকাত প্রদান করবে যে যাকাত গ্রহণের উপযোগী। পরে লোকটি ওই টাকা স্বেচ্ছায় উক্ত রোগীর চিকিৎসায় ব্যয় করতে পারবে।-ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৯; খুলাছাতুল ফাতাওয়া ১/২৪২; ফাতহুল কদীর ২/২৭৮

Loading