প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। বিতর নামাযের তৃতীয় রাকাআতে তাকবীরে তাহরীমার পর সানা পড়ে যে সূরাটি পড়তে হয় তা যদি ভুলে না পড়া হয় এবং আত্তাহিয়্যাতু পড়ার পর ভুলে সাহু সিজদা না দিয়ে ১ম দরুদ শরীফ পড়ার পর সাহু সিজদা দেয়া হয়, তবে কি নামায হবে নাকি পুনরায় পড়তে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
বিতির নামাযের তৃতীয় রাকাআতে অতিরিক্ত যে তাকবীরটি দেওয়া হয় তা তাকবীরে তাহরীমা নয়। তাকবীরে তাহরীমা তো সর্বপ্রথমে যে তাকবীরটি দেওয়া হয় সেটা। আর তৃতীয় রাকাআতের তাকবীরের পর সানা এবং সূরা কোনটিই পড়তে হয় না বরং দুআয়ে কুনূত পড়তে হয়। এটা ভুলে না পড়লে প্রশ্নে উল্লেখিত নিয়মে সিজদায়ে সাহূ দিলে নামায হয়ে যাবে।–হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ৪৬১; আল বাহরুর রায়েক ১/১৬৯

Loading