প্রশ্ন : হুজুর আমি আমার স্ত্রীকে সবসময় কাছে পাইনা। সে শুধু বাপের বাড়িতে বেড়ায়। তাদের বাড়িতেও রুম কম থাকায় আমি তার সাথে একান্তে থাকতে পারি না। মাঝে মাঝে মনের রাগে মনে হয় হোটেলে যাবো। কিন্তু গুনাহ ও মান সম্মানের ভয়ে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু বর্তমানে তা অনেক খারাপ রূপ ধারণ করেছে। যে কোন সময় গুনাহ হয়ে যেতে পারে। মাঝে মাঝে আর টিকতে না পেরে চোখের গুনাহ করি। এখন আমার প্রশ্ন এর জন্য কি আমার স্ত্রীও গুনাহগার হবে? কারণ যেহেতু তার উদাসীনতার কারণেই আমি আস্তে আস্তে গুনাহের দিবে ধাবিত হচ্ছি। এর থেকে পরিত্রাণের উপায় কি?

উত্তর :

আপনার স্ত্রীর কর্তব্য হল আপনাকে সুযোগ দেওয়া। বিনা কারনে আপনাকে সুযোগ না দিলে তিনি অনেক বড় গুনাহগার হবেন। এমনকি হাদীস শরীফে এসেছে স্বামীর ডাকে (বিনা কারণে) স্ত্রী রাতে সাড়া না দিলে সকাল পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত দিতে থাকে। তাই তাকে এর ভয়াবহতা সম্পর্কে ভালোভাবে বোঝান। তাকে আপনার হক আদায়ে সচেষ্ট হওয়ার কথা বুঝিয়ে বলুন। এরপরেও কোন কাজ না হলে উভয় পক্ষের মুরব্বীদের বিষয়টি বুঝিয়ে বলতে পারেন। তারা হয়তোবা বিষয়টি গুরুত্বের সাথে সমাধান করবেন।- সহীহুল বুখারী, হাদীস নং ৩২৩৭
আপনি আরো জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1422

Loading