প্রশ্ন : ১। বিভিন্ন ইসলামিক বইয়ে উল্লেখিত কুরআনের আয়াত বিনা ওযুতে পড়া এবং স্পর্শ করা জায়েয আছে কি? কারণ সবসময় ওযু অবস্থায় এসব বই পড়া সম্ভব হয় না। ২। মোবাইলে pdf আকারে এসব পড়ার হুকুম কি? আর মোবাইলে কোরআন তিলাওয়াতেরই বা হুকুম কি? বিনা ওযুতে কি পড়া এবং দেখা জায়েয?

উত্তর :

১+২। দেখা ও পড়া যাবে কিন্তু উযূ ব্যতীত শুধুমাত্র কুরআনের আয়াত স্পর্শ করা যাবে না। যদিও কুরআন ব্যতীত অন্যান্য (কুরআনের আয়াত সম্বলিত) ইসলামিক কিতাব স্পর্শ করা যাবে। অর্থাৎ শুধুমাত্র কুরআনের আয়াত স্পর্শ করা যাবে না।- সূরা ওয়াকিয়া, আয়াত ৭৯; মুআত্তা মালেক, হাদীস নং ২৯৬; আল মুজামুল কাবীর, হাদীস নং ১৩২১৭; দারুল উলূম দেওবন্দ, অনলাইন ফাতওয়া নং ১৪৮১১০

Loading