প্রশ্ন : আসসালামুআলাইকুম ভাই বাচ্চাদের ৬ মাসে যে প্রথম খাবার দেয়া হয় কি খাবার দেয়া শরিয়া মোতাবেক?

উত্তর :

জনসাধারণের মাঝে বাচ্চার ছয় মাস পূর্তিতে মুখে ভাত ইত্যাদি নামে ঘটা করে আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান পালন করার রেওয়াজ রয়েছে।যার সাথে শরীআতের কোন সম্পর্ক নেই।বরং তা রসমের অন্তর্ভুক্ত এবং পরিত্যাজ্য।-সহীহুল বুখারী, হাদীস নং ২৬৯৭; সহীহ মুসলিম, হাদীস নং ৬৯৭৫।

Loading