প্রশ্ন : আসসালামু আলাইকুম স্যার। আমার মনের ভিতর সবসময় নাপাকীর সন্দেহ আসে। এমনকি আমি যখন মসজিদে নামায পড়তে যাই তখন মনে হয় যে মসজিদের বিছানায় কোন নাপাকী লেগে আছে কিনা? সেজন্য মসজিদের সব জায়গায় বসতে পারি না। আর কারো গায়ের সাথে গা ঠেকলে মনে হয় যে ওর গায়ে কোন নাপাকী ছিল কি না আর আমার গায়ে নাপাকী লাগলো কিনা? কারো বাসায় গিয়ে বসতে পারি না এই নাপাকীর সন্দেহের জন্য। এখন আমি কি করতে পারি স্যার? দয়া করে হাদীস উল্লেখ সহ উত্তর দিবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1829
এ বিষয়ে আরো জানতে নিম্নোক্ত লিঙ্ক দেখতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=2954

Loading