প্রশ্ন : হযরত শুরুতে অামার ভক্তিপূণ সালাম নিবেন। আশা করি আল্লাহ তা’য়ালার অশেষ মেহেরবানীতে ভালো আছেন। আম্মাবাদ হযরত আমার মামা ইউরোপের অস্ট্রিয়াতে থাকেন। তিনি আমাকে তার ঐখানে নিতে চান। কিন্তু দাড়ি জামাতে ইসলাম লোকদের মত ছোট করে রাখতে হবে। এখন কি করবো জানালে উপকৃত হবো। যদি না যাওয়ার সিদ্ধান্ত হয় তবে আপনার কাছে এবং যারা আমার এই প্রশ্ন উত্তর টি পড়বে তাদের সকলের কাছে আমার সারা জীবনের জন্য খায়ের, বরকত আর আফিয়াতের জন্য দোয়া চাই। যাতে আল্লাহ তা’য়ালা আমার জন্য বিদেশে গেলে যা হতো তার চেয়ে বহু গুন বেশী এ দেশে দান করেন আর সুখে ও শান্তিতে রাখেন। যাতে ভবিষ্যতে বিদেশে না যাওয়ার কারণে আক্ষেপ আর আফসোস করতে না হয়। বরং সবদা বিদেশে না যাওয়ার কারনে খুশি রাখেন। আমীন।

উত্তর :

সেখানে গেলে যদি দাড়ি বড় না-ই রাখা যায় তবে সেখানে যাওয়া জায়েয হবে না।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৯২; সহীহ মুসলিম, হাদীস নং ৬২৩।

আমরা আপনার জন্য দুআ করি যেন আল্লাহ তাআলা আপনার কামনা বাসনা পূরা করেন।

Loading