প্রশ্ন : আমি মালয়েশিয়া থাকি, এখানে বিভিন্ন মানুষের সাথে এক মেসে খাওয়া দাওয়া করে থাকি। এর মধ্যে কারো কারো উপার্জনের কিছু অংশ হারাম। যেমন লটারির মাধ্যমে টাকা উপার্জন, মালিকের পন্য চুরি করে বিক্রয় করা ইত্যাদি। এখন আমার প্রশ্ন এইরকম মেসে আমিও থাকি এবং এদের সাথে একত্রে খাওয়া দাওয়া করতে হয়। এ অবস্থায় আমার তাদের সাথে মেসে খাওয়া জায়েয হবে কি? আমার করনীয় কি?

উত্তর :

এভাবে তাদের সাথে খাওয়া দাওয়াতে সমস্যা নেই যখন আপনি সমান হারে মাসিক চাঁদা দিয়ে থাকেন। তবে সোহবতের একটি প্রভাব রয়েছে। তাই সম্ভব হলে যারা হালাল হারাম মেনে চলে তাদের সাথে খাওয়া দাওয়া করা উচিত।–ফাতাওয়া উসমানী ৩/১২২,১২৩

Loading