প্রশ্ন : আসসালামু আলাইকুম, যদি স্কাইপি, ইমো অথবা মোবাইলে সরাসরি ভিডিও কলে কথা বলি এবং সেভ না করি (আয়নার মত) তাহলে তা জায়েয হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আচ্ছা কথা বলার সময় ভিডিও এর কি প্রয়োজন? ভিডিও ব্যতীত কথা বলার দ্বারা কি জরুরত পূরা হয় না? বর্তমানে ছবি তোলা ভিডিও করা রীতিমত নিয়মে পরিণত হয়েছে। যার দরুন যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে।
যাদের সাথে দেখা সাক্ষাত করা জায়েয তাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলা জায়েয যদি রেকর্ড না করা হয়। তবে এটা ভালো কিছু নয়।–তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/১৪২, ১৪৩

Loading