প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমাদের দেশে নামাযের সময়সূচীতে কিংবা বিভিন্ন বইয়ে মাকরূহ ওয়াক্তের স্থায়িত্বকাল ২৩ মিনিট লিখা থাকে। আসলে মাকরূহ ওয়াক্তের স্থায়িত্বকাল কতটুকু? ঋতু পরিবর্তনের সাথে এর duration কি পরিবর্তন হয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এ ব্যাপারে সারা বিশ্বের জন্য মূলনীতি হল, সূর্যোদয়ের পর যতক্ষণ পর্যন্ত সূর্যের অবস্থা এমন থাকে যে, তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে কষ্টসাধ্য না হয় ততক্ষণ পর্যন্ত নামায পড়া জায়েয নয়। ফুকাহায়ে কেরাম এক্ষেত্রে দ্বিতীয় আরেকটি মূলনীতি উল্লেখ করেছেন। আর তা হল, সূর্য তার উদয়স্থান থেকে এক তীর পরিমাণ উঠা পর্যন্ত নামায জায়েয নেই। নির্ভরযোগ্য মত অনুযায়ী এই নিষিদ্ধ সময় ঘড়ির কাটায় নয় মিনিট। সতর্কতামূলক এর সাথে আরো চার পাঁচ মিনিট যোগ করা যেতে পারে। তবে আমাদের মাঝে ২৩ মিনিটের যে রেওয়াজ রয়েছে তা সঠিক নয়।– রদ্দুল মুহতার ১/৩৬৬-৩৭১; আহসানুল ফাতাওয়া ২/১৪১

Loading