প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আজ একটি স্বপ্নের ব্যাখ্যা দেখলাম। হযরত আমিও একটি স্বপ্ন দেখেছিলাম। অনুগ্রহ করে এর ব্যাখ্যা জানালে কৃতজ্ঞ থাকব। স্বপ্নটি হলোঃ আমি দেখলাম অনেক বড় একটি কালো বৃত্ত । অনেক অন্ধকার সেই বৃত্তটি। আমি লা ইলাহা ইল্লালাহ পড়া মাত্র একটি ছোট অংশ খুলে পড়ে গেল এবং ঐ জায়গা দিয়ে নূর বের হতে থাকলো। এভাবে আমি যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি ততই সেই বৃত্তটি পরিষ্কার হয়ে যাচ্ছে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এর দ্বারা আপনাকে বুঝানো হয়েছে বেশী বেশী ইস্তেগফার ও নেক কাজের দ্বারা অন্তর থেকে গোনাহের কালিমা দূর হয়ে তা আলোকিত (নুরান্নিত) হতে থাকে। তাই বেশী বেশী ইস্তেগফার ও নেক কাজ করুন। আল্লাহ তাআলা আপনাকে তাওফীক দান করুন।

Loading