প্রশ্ন : আসসালামু আলাইকুম, “মুহাম্মাদ শুয়াইব ইবনে সালেহ” নাম রাখা কি ঠিক আছে? এবং উক্ত পুরো নামের অর্থ কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
মুহাম্মাদ শব্দের অর্থ প্রশংসিত। “শুআইব ইবনে সালেহ” শব্দের অর্থ সালেহ এর পুত্র শুআইব। তারা উভয়েই নবী ছিলেন। কাজেই নাম রাখলে হয়তোবা শুআইব রাখুন অথবা সালেহ। শুআইব শব্দের অর্থ “বিশেষ গোত্র” আর সালেহ শব্দের অর্থ “নেককার লোক”।

Loading