প্রশ্ন : ১। শুধু হাফিজ হলেই কি পিতা-মাতা জান্নাতী হয়ে যাবেন? ২। মসজিদের মাইকে ফুল আওয়াজে নামায পড়ার হুকুম কি? দলীলসহ জানালে খুব কৃতজ্ঞ হব?

উত্তর :

১। না, জান্নাতে যেতে হলে নিজের নেক আমল জরুরী। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের মেয়ে ফাতেমা (রাঃ) বলেছেন, হে ফাতেমা তুমি নিজেকে (নিজের নেক আমলের দ্বারা) জাহান্নাম থেকে বাঁচাও। আমি (আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত) তোমার কোন উপকার বা ক্ষতি করতে পারব না।–সহীহ মুসলিম, হাদীস নং ৫২২; সুনানে তিরমিজী, হাদীস নং ৩১৮৫

২। এমন আওয়াজে পড়ানো ঠিক নয় যাতে আওয়াজের প্রচণ্ডতায় নামাযের ধ্যান খেয়ালে সমস্যা হয়। এর দ্বারা মসজিদের আদাবেরও ব্যত্যয় ঘটে। এমন আওয়াজে পড়াবে যাতে অন্তত সকল মুসল্লী শুনতে পারে।

Loading