প্রশ্ন : আসসালামু আলাইকুম, আত্মশুদ্ধির কথা বললে আপনি বলছিলেন যে মুফতি মনসুরুল হক সাহেবের সাথে দেখা করতে, কিন্তু তিনি এত ব্যস্ত থাকেন মোছাফা করা অনেক দুষ্কর হয়ে পড়ে, এমতাবস্থায় আমি কি করতে পারি আপনার পরামর্শ চাই ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
সময় সুযোগ করে দেখা করে ইসলাহী সম্পর্ক কায়েম করুন। আসলে ইসলাহী সম্পর্ক কায়েম করতে সর্বদা দেখা করাও জরুরী নয়। প্রথমে চিঠি লিখে অনুমতি নিবেন। এরপর আপনার অন্তরের অবস্থা জানাতে থাকবেন। মাদ্রাসার দফতরে দফতরির কাছে চিঠি রেখে দিলেই হুজুরের কাছে পৌঁছে যাবে। অতঃপর কয়েকদিন পরে উত্তর নিয়ে যাবেন। নতুবা মাদ্রাসায় চিঠি ডাকযোগে পাঠিয়ে দিলেও চলবে। দফতরির নিকট থেকে নিয়ম কানুন জেনে নিতে পারেন। অথবা এই লিঙ্কের আল্লাহওয়ালাদের সাথে সাক্ষাত করতে পারেন-
http://muftihusain.com/হক্কানী-ওলামা-হযরত/
এছাড়াও আব্দুল মতীন সাহেব ঢালকানগর বা মুফতী জাফর সাহেবের সাথে দেখা করতে পারেন।

Loading