প্রশ্ন : আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসল্লী আলা রসূলিহিল কারীম এর বাংলা অর্থ কি? আম্মাবাদ কখন বলতে হয় এবং এর বাংলা অর্থ কি ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
নাহমাদুহু ওয়া নুসল্লী আলা রসূলিহিল কারীম এর অর্থ হল আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি এবং তার সন্মানিত রাসূলের উপর দুরূদ পাঠ করছি। আর হামদ ও দুরূদের পর আম্মাবাদ বলা মুস্তাহাব। আম্মাবাদ এর অর্থ হল “পরবর্তী কথা হল”।

Loading