প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। শার্ট/গেঞ্জি পড়া অবস্থায় সিজদাতে যাওয়ার সময় অনেকের পিঠের কাপড় ১ ইঞ্চির মতো উঠে যায়, এতে কি সলাত নষ্ট হয়ে যায়? ২। ঐ লোকটিকে আমি কি বলে নছিয়ত করতে পারি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। নাভির নীচ থেকে হাঁটু পর্যন্ত নামাযে ঢেকে রাখা ফরজ। নামাযে এগুলোর কোন একটি অঙ্গের এক চতুর্থাংশ তিন তাসবীহ পরিমাণ খোলা থাকলে নামায নষ্ট হয়ে যায়। চারিদিক থেকে নাভির নীচ থেকে নিয়ে সামনের দিকে ঘন অঞ্চল পর্যন্ত এবং পিছনের দিকে নিতম্ব পর্যন্ত একটি অঙ্গ। কাজেই সিজদার মধ্যে যদি তিন তাসবীহ পরিমাণ উক্ত অঙ্গের এক চতুর্থাংশ খোলা থাকে তবে নামায হবে না। আর নাভি বরাবর উপরের কোন অঙ্গ প্রকাশ পেয়ে গেলে নামায হয়ে যাবে তবে তা মাকরূহ হবে।
উল্লেখ্য যে, বর্তমানে কাফেরদের অনুকরণে যুবকেরা এত টাইটফিট, সংকীর্ণ ও ছোট শার্ট, পেন্ট, জামা, গেঞ্জি ইত্যাদি ব্যবহার করে যে, সিজদায় সতর প্রকাশ পেয়ে যায়। ফলে অনেকক্ষেত্রে নামায নষ্ট হয়ে যায়। এটা খুবই গর্হিত কাজ এবং পরিত্যাগ করা জরুরী।–আদ্দুররুল মুখতার ১/৪০৪,৪০৫; ফাতাওয়া হিন্দিয়া ২/২৫০,২৫১(শামেলা); আল মুহীতুল বুরহানী ১/৩০৯

২। আপনি তাকে হেকমতের সাথে মাসআলা বুঝিয়ে দিতে পারেন।

Loading