প্রশ্ন : সুপারিগাছে সুপারি থাকা অবস্থায় চুক্তির মাধ্যমে বিক্রি জায়েয? অর্থাৎ ক্রেতা এসে বলল, সে গণনা ছাড়াই সবগুলো গাছের সুপারি এত টাকা দিয়ে কিনে নিবে। এভাবে বিক্রি জায়েয?

উত্তর :

হ্যাঁ, সুপারি পরিপক্ক হওয়ার পর বিক্রি করলে জায়েয। অনুরূপভাবে পরিপক্ক না হলেও যদি বিক্রির পরপরই কেটে নেওয়া হয় তবুও জায়েয।–সহীহ মুসলিম, হাদীস নং ৩৯৪১

Loading