প্রশ্ন : চার ঘন্টার জার্নি তে নামাযের সময় হলে তখন কি কসর পড়তে হবে? যেমন সকাল এগারোটার গাড়ি তে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, পথিমধ্যে যোহর ও আছর নামাজ কি কসর পড়বো? নামাযের জন্য গাড়ি থামাইতে বললে গাড়ির সুপারভাইজার বললো তাড়াতাড়ি দুই রাকাত কসর পড়ে চলে আসুন .. এর সমাধান কি?

উত্তর :

আপনার সফরের দূরত্ব যদি ৪৮মাইল(৭৭.২৪৬৪কিলোমিটার) হয় তবে নামায কসর করবেন। -ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯,আসারুস সুনান পৃ: ২৬৩।

Loading