প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার ৬ বছরের মত ফরজ নামায ক্বাযা রয়েছে। আমি এখন প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তি নামাযের পরে ক্বাযা আদায় করি যা আগামী ৬ বছরে শেষ হবে। কিন্ত এক ভাই বললো যে, আপনি সুন্নাত ও নফল নামায বেশী বেশী পড়েন। ক্বাযার নিয়তে পইড়েন না, কারণ হাদীসে আছে ফরজের ঘাটতি হলে নফল দিয়ে পূরা করা হবে। তাহলে এখন থেকে কি ক্বাযার নিয়ত বাদ দিয়ে বেশী বেশী নফল পড়বো? নাকি তার কথা ভূল ? দয়া করে জানালে খুব উপকৃত হবো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
উক্ত ব্যক্তির কথা সঠিক নয়। আপনি আগে বেশী বেশী করে ক্বাযা নামায আদায় করতে থাকুন।–রদ্দুল মুহতার ২/৭৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৫; হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ৪৪৭

Loading