প্রশ্ন : আসসালামু আলাইকুম হাউজি খেলা কি জুয়া? জুয়া হলে কেন, তা একটু জানতে চাই?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রত্যেক ঐ লেনদেন জুয়ার অন্তর্ভুক্ত যা লাভ ও লোকসানের মাঝে ঝুলন্ত ও সন্দেহযুক্ত থাকে। কাজেই হাওজি খেলা সম্পূর্ণ জুয়ার অন্তর্ভুক্ত।- জাওয়াহিরুল ফিক্হ-২/৩৩৬
উইকিপিডিয়াতে হাউজি সম্পর্কে লিখা হয়েছে-
“হাউজি খেলা হচ্ছে এক ধরণের জুয়া বা বাজী খেলা। যুক্তরাজ্যে পূর্বে খেলাটি হাউজি-ফাউজি নামে পরিচিত ছিল। এছাড়াও, কমনওয়েলথ রাষ্ট্রসমূহে খেলাটি বিঙ্গো নামে পরিচিত। কিন্তু, নিউজিল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়া প্রমূখ দেশসমূহে এটি হাউজি নামেই সর্বাধিক পরিচিত একটি অভ্যন্তরীণ খেলাবিশেষ। বাংলাদেশে হাউজি নামে ব্যাপক জনপ্রিয়। বিভিন্ন মেলা, সার্কাস, ক্লাব এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজন সহ অনান্য অনুষ্ঠানে এই খেলাটির প্রচলন আছে। শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে খেলাটি ব্যাপকভাবে চলে”।

Loading