প্রশ্ন : হযরতের কাছে জানতে ইচ্ছুক, ১। আমি যে মসজিদে তারাবীর নামায পড়ছি সে মসজিদে বিগত ১০ দিন যাবত নামাযে একই সূরা (অর্থাৎ) (সূরা নাসর, লাহাব, ইখলাস) দিয়ে নামায পড়াচ্ছে হাফেজ ও ইমাম সাহেব। আমার জানার বিষয় হচ্ছে এভাবে নামায পড়লে পরিপূর্ণ সুন্নাত তরীকায় নামায হচ্ছে কি না? যদি না হয় তাহলে তাদেরকে কিভাবে বলা যায় বিষয়টি বুঝিয়ে? ২। ইমাম সাহেব ফরজ নামাযে একই সূরা ভেঙে ২ রাকাতে পড়লে নামাযে কোন সমস্যা হবে কি না? যেমন সূরা বুরুজ ১ম রাকাতে ১২ আয়াত ২য়  রাকাতে ১০ আয়াত।

উত্তর :

১। তারাবীতে পরিপূর্ণ সুন্নাত তো আদায় হবে কুরআন খতম করলে। আর সূরা তারাবীতে উক্ত সূরাগুলো প্রতিদিন পড়লেও নামায হয়ে যাবে। যদিও ঘুরিয়ে ফিরিয়ে পড়া উত্তম।

২। না, সমস্যা নেই।

Loading