প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। জনৈক আলেম বলেন ১। হাদীসে নির্দেশ আছে যে, (কোন কারণে নামায পড়তে দেরি হলে) কেউ যদি সূর্যাস্তের দুই মিনিট পূর্বে দুই রাকাআত নামায পড়ে তার নামায হয়ে যাবে। ২। আর কেউ যদি সূর্যোদয়ের এক মিনিট পূর্বে এক রাকাআত পড়ে তার নামায হয়ে যাবে। মুহতারাম, এখন প্রশ্ন হলো- উপরোল্লিখিত জনৈক আলেম কর্তৃক তথ্য কি ঠিক আছে? জাযাকাল্লাহ্ খায়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। প্রশ্নটি ভালোভাবে বুঝে আসেনি। যদি উদ্দেশ্য এটা হয় যে, আছরের চার রাকাআতের পরিবর্তে দুই রাকাআত পড়লেই হবে তবে তা ঠিক নয়।

২। এর দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে, এক রাকাআত সূর্যোদয়ের পূর্বে আর এক রাকাআত সূর্যোদয়ের পরে পড়লে নামায যাবে তবে তা ঠিক নয়। অনুরূপভাবে যদি উদ্দেশ্য এটা হয় যে দুই রাকাআতের পরিবর্তে এক রাকাআত পড়লেই হবে তবে সেটাও ঠিক নয়।

Loading