প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। জামে মসজিদে ইমাম সাহেব জামাতের সাথে নামায শেষ করার পর যারা জামাতে শরীক হতে পারেনি তারা কি নতুন করে জামাত তৈরী করে নামায আদায় করতে পারবে? ২। দাওয়াত ও তাবলীগে মসজিদের ৫ কাজের কথা বলা হয়েছে তার ১ টা কাজ মসজিদে মাশওয়ারা করার কথা বলা হয়েছে। মাশওয়ারা করার আগে কি কোনো দুআ পড়তে হয়? ৩। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হত না এরকম কোনো হাদীস আছে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। নিম্নোক্ত লিঙ্কের ১ নং উত্তরে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ
http://muftihusain.com/ask-me-details/?poId=1413

২। এই দুআটি পড়তে পারেন-
اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شرِّ نَفْسِي
-সুনানে তিরমিজী, হাদীস নং ৩৪৮৩

৩। নিম্নোক্ত লিঙ্কের ১ নং উত্তরে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ
http://muftihusain.com/ask-me-details/?poId=1460

Loading