প্রশ্ন : আসসালামু আলাইকুম। প্রশ্ন ১। স্ত্রীর খরচ আগে নাকি মা-বাবার খরচ আগে দিতে হবে? প্রশ্ন ২। স্ত্রী সহবাসের পর বাহিরে বীর্যপাত করা কি জায়েয? প্রশ্ন ৩। স্ত্রী সহবাসের পর সাথে সাথে কি গোসল করা জরুরী, নাকি দেরী করা যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। স্ত্রীর খরচ তো সর্বাবস্থায় স্বামীর জিম্মায় ওয়াজিব। আর পিতামাতা যদি গরীব অসহায় হয়, সন্তানের প্রতি মুখাপেক্ষী হয় তবে তাদের ভরণপোষণও সন্তানের উপর কর্তব্য। এক্ষেত্রে সন্তানের প্রশস্ততা না থাকায় আলাদাভাবে তাদের খোরপোষ না দিতে পারলেও তাদেরকে নিজের সংসারে মিলিয়ে একান্নভুক্ত করে রাখবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৫৬৫; ফাতাওয়া কাযী খান ১/৪৪৭
২। এটা মূলত জন্মনিয়ন্ত্রণের একটি পদ্ধতি। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1675
আপনার বিষয়টি উক্ত লিঙ্কে প্রদেয় উত্তরের ৩ নং পদ্ধতি তথা সাময়িক ব্যবস্থার মধ্যে পড়বে।
৩। না, সাথে সাথে গোসল করা জরুরী নয়। কিছুটা বিলম্ব করার অবকাশ রয়েছে। তবে খেয়াল রাখতে হবে যেন কোন নামায ক্বাযা না হয়ে যায়।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ২২১

Loading