প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১. মহরম মাসে বিয়ে করা যাবে কি? ২. বেতের নামাযের কাযা আছে কি? ৩. নামাযের সময় টাখনুর নিচে কাপড় থাকলে নামায হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। যাবে।

২। হ্যাঁ, বিতির ছুটে গেলে ক্বাযা করতে হবে।–রদ্দুল মুহতার ২/৭৩

৩। নামায হয়ে যাবে তবে মাকরূহ হবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৭৮৭

Loading