প্রশ্ন : আপনার উত্তরটি পেয়েছি কিন্তু “বরং কারো নিকট প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ মাল না থাকলে কেবল সেই যাকাত গ্রহন করতে পারে।” এতটুকু বুঝিনাই।

উত্তর :

আপনি নিম্নোক্ত মাসআলা থেকে বিষয়টি বুঝতে পারবেন।
মাসআলাঃ গরীব-ফকীর লোককে যাকাত দিতে হবে। ধনী লোককে যাকাত দেওয়া যাবে না। ধনী দুই প্রকার। এক. যার যাকাতের নেসাব পরিমান মাল রয়ছে। এর আলোচনা পূর্বে করা হয়েছে। এমন লোক যাকাত আদায় করবে। দুই. যার উপর যাকাত ওয়াজিব হয়নি বটে তবে তার প্রয়োজন অতিরিক্ত এমন সম্পদ রয়েছে যার মুল্য যাকাতের নেসাবের মুল্য সমপরিমান। এমন লোকের উপর যাকাত ওয়াজিব নয় তবে ছদকায়ে ফেতর ও কুরবানী ওয়াজিব। উপরোক্ত দুই প্রকার ধনীকেই যাকাত দেওয়া জায়েয নেই।
আরো বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্কের “যাদেরকে যাকাত দেওয়া যায়” শিরোনামের মাসআলাগুলো দেখতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=508

Loading