প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। নামাযের মধ্যে কোন কোন জায়গায় নিজের জন্য দুআ করা যাবে? ২। নামাযের মধ্যে বাংলায় দুআ করা যাবে? ৩। নামাযে দুনিয়াবি কোন কিছু প্রার্থনা করলে নামায ভেঙে যায়। এখানে দুনিয়াবি বলতে কি কি বোঝানো হয়েছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=835
৩। দুনিয়াবি দুআ বলতে এমন দুআ বুঝানো হয়েছে, যেটা কুরআন হাদীসে নেই এবং মানুষের নিকটও চাওয়া যায়। যেমন আল্লাহ আমাকে এক লক্ষ টাকা দাও। এটা তো মানুষের নিকটও চাওয়া যায়। কিন্তু আমাকে জান্নাত দাও, আমার গোনাহ মাফ করে দাও এজাতীয় দুআ আল্লাহ ব্যতীত অন্যের নিকট করা হয় না। এগুলো করা জায়েয।
সারকথা, নামাযে মাসনূন তাসবীহ ও যিকির আযকারের বাইরে কোন দুআ করতে হলে ১। নফল নামাযে সিজদায় অথবা শেষ বৈঠকে দুরূদ শরীফের পরে করা যাবে ২। আর তা অবশ্যই আরবী ভাষায় কুরআন বা হাদীসে বর্ণিত কোন দুআ হতে হবে।-বাদায়েউস সানায়ে ১/৩৩৩; আল বাহরুর রায়েক ১/৩৮৭

Loading