প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোন ব্যক্তি ওয়াজিব হওয়ার পরেও কুরবানী না দিয়ে থাকে তবে তার কাযা আদায় করতে হবে কি? করতে হলে কখন করবে, কিভাবে করবে, নিয়ত কি করবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ

যদি কেউ কুরবানীর দিনগুলোতে তার ওয়াজির কুরবানী আদায় করতে না পারে তবে পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানীর উপযুক্ত একটি ছাগলের মুল্য ছদকাহ করা ওয়াজিব। আর পশু ক্রয় করার পরেও কোন কারনে কুরবানী করতে না পারলে ঐ পশু জীবিত ছদকাহ করা ওয়াজিব। -কাযীখান ৩/৩৪৫; বাদায়েউস সানায়ে ৪/২০৪

Loading