প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত সর্বপ্রথম আপনাকে এই বলে ধন্যবাদ যে আপনি আমাদের এত মারাত্মক গুনাহের উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। হযরত আমার বোন আমাদের ইচ্ছার বিরুদ্ধে তার স্বামীর বাড়িতে চলে গিয়েছিল। আমরা বাধা দিলেও সে শোনেনি। এমনকি হিল্লা ব্যতীত গেলে তার যিনার গুনাহ হবে এবং এর ভয়াবহতা সম্পর্কেও বলেছি, বুঝিয়েছি কিন্তু সে শোনে নাই। উল্লেখ্য সে স্বামীর বাড়ি থেকে আসতে চায় না। হঠাৎ দুই চারদিন বেড়াতে এসে আবার চলে যায়। সে যখন বেড়াতে আসে তখনও বুঝাই কিন্তু সে হিল্লা দিতে নারায। এখন আমাদের কি করণীয় জানালে কৃতজ্ঞ হব। এই বিষয়টা নিয়ে বড়ই সমস্যার মধ্যে আছি। আশা করি উত্তর দিবেন। জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার বোনকে বুঝানোর পরেও সে উক্ত ছেলের সাথে সংসার করা থেকে বিরত না থাকলে আপনাদের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করা কর্তব্য। পরবর্তীতে সে এলে তাকে বুঝাবেন এবং বলবেন আমরা তোমাকে এভাবে জাহান্নামের আগুনে জলতে দিতে পারি না। তাকে শরয়ী হালালাহ ব্যতীত সেখানে যেতে যথাসম্ভব বাঁধা দিবেন এবং বলবেন তুমি সেখানে গেলে আমরা তোমার সাথে আর কোন সম্পর্ক রাখবো না। এরপরেও সে চলে গেলে সংশোধনের আশায় তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এবং ভবিষ্যতে তাকে আর আপনাদের কাছে উঠতে দিবেন না। কেননা সে যিনার মধ্যে থাকায় তাকে প্রশ্রয় দেওয়াও গোনাহ।- –রদ্দুল মুহতার ৩/৫৭; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ, অনলাইন ফাতওয়া নং ৫৪০০২, ১৫১৪৫০

Loading