প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমি একজন ব্যবসায়ী। আমার ব্যবসা হচ্ছে ভুট্টার। আমি এক পার্টি থেকে ভুট্টা ১০ বা ২০ শতাংশ টাকা দিয়ে বাকি টাকা বাকীতে ভুট্টা ক্রয় করি। অত:পর ঐ ভুট্টা ফিডমিলে সাপ্লাই দেই অর্থাৎ সেখানে এক দুই টাকা লাভে বিক্রয় করি। যখন ফিডমিল পেমেন্ট দেয় তখন লাভ রেখে বাকি টাকা ভুট্টা ওয়ালাকে দিয়ে দেই। সাধারণত ফিডমিলের কাছে আমি ১০-১৫ লক্ষ টাকা পাই। আবার আমার কাছেও ভুট্টা ওয়ালা ১০-১৫ লক্ষ টাকা পায়। এখন আমাকে কি যাকাত দিতে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রশ্নে উল্লেখিত (১০/১৫ লক্ষ টাকার) ঋণ ও পাওনা ব্যতীত যদি আপনার নেসাব পরিমান সম্পদ থাকে অর্থাৎ বর্তমান বাজারদর অনুযায়ী সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যপরিমান যাকাতযোগ্য সম্পদ (স্বর্ণ, রূপা, নগদ টাকা বা ব্যবসার কাঁচামাল) থেকে থাকে তবে বছরান্তে তার উপর যাকাত ফরজ হবে। সেখেত্রে আপনার ঋণের চেয়ে পাওনার পরিমাণ বেশি হলে তার উপরেও যাকাত আসবে। যেমন ধরুন আপনার পাওনা ১১ লক্ষ আর ঋণ ১০ লক্ষ। তাহলে উক্ত এক লক্ষ টাকারও যাকাত আদায় করতে হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২; তাবয়ীনুল হাকায়েক ২/১৯
এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে আপনি নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/article/%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%BE/

Loading