প্রশ্ন : আস্সালামু আলাইকুম। কামভাবে স্ত্রীকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করলে স্ত্রী হারাম হয়ে যায় এটা জানার পর প্রায়ই টেনশনে থাকতে হচ্ছে। আর সেটি হচ্ছে এই যে, যখন বাসায় আমি আর মা থাকি, তখন মা আমাকে বলে যদি একা শুতে মন খারাপ লাগে তবে আমার কাছে এসে শুতে পারিস,কারন আমার স্ত্রী অনেকদিন তার বাবার বাড়িতে আছে। তো মায়ের কাছে যখন শুয়ে থাকি তখন মা ঘুমে থাকে বা সজাগ থাকলে মায়ের গায়ের সাথে আমার গা ইচ্ছা-অনিচ্ছায় লেগে যায় বা লাগাই, তখন খুব ভালো লাগে, দেহ-মনে এক স্বর্গীয় অনুভূতি আসে। কিন্তু তাকে হাত দিয়ে স্পর্শ করি না। আর তার গায়ের সাথে লাগতে গিয়ে আমি কামভাবের সাথে লেগেছি কিনা তা মনে নেই। এক্ষেত্রে কি স্ত্রী হারাম হয়ে যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

আপনার প্রশ্নের উত্তর দিতে নিম্নলিখিত বিষয়গুলো জানা প্রয়োজন।

১।আপনার মায়ের শরীরের সাথে আপনার শরীর স্পর্শের সময় মাঝে কোন কাপড় বা অন্য কিছু অন্তরায় ছিল কিনা? যদি থেকে থাকে তাহলে কাপড়টি এমন পাতলা কিনা যার দ্বারা শরীরের উষ্ণতা অনুভব হয়?

২। কামভাব দ্বারা উদ্দেশ্য হল পুরুষাঙ্গে উত্তেজনা সৃষ্টি হওয়া।এমনটি হয়েছিল কিনা?

Loading