প্রশ্ন : আমাদের মোট ১২ শতাংশ জায়গা আছে। কিন্তু ৬ শতাংশ মায়ের এবং ৬ শতাংশ আব্বার নামে। আমরা দুই ভাই এক বোন । আমাদের থাকার জন্য জমিনের এক পাশে তিনটি টিন শেড রুম ও একটি আলাদা টিনের ঘর আছে। এতে মোটামুটি তিন ভাগের এক ভাগ জায়গা লেগেছে আর বাকি জায়গা খালি পড়ে আছে। আমরা এগুলো কিভাবে বন্টন করবো। এছাড়া ঘরের যেসব সামানা যেমন হাড়ি পাতি, আলমারী, ফ্রিজ ইত্যাদি এগুলোও কি বন্টন করতে হবে। যদি বন্টন করতে হয় তবে কিভাবে? জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিম্নোক্ত বিষয়গুলো জানা প্রয়োজন
১। আপনার আব্বা আম্মার মধ্যে কে আগে মারা গেছেন? যিনি আগে মারা গিয়েছেন তার আপনারা ব্যতীত আর কোন ওয়ারিশ আছে কি?
২। আপনারা তিন ভাই-বোন ছাড়া আর কোন ওয়ারিশ (যেমন দাদা-দাদী, নানা-নানী ইত্যাদি)
আছে কিনা?
৩। উক্ত তিনটি টিন শেড রুম ও আলাদা টিনের ঘর কি আপনার আব্বা কর্তৃক করা নাকি আপনারা কেউ করেছেন?
এগুলো জানার পরেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ

Loading