প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত ছাড়া কি আল্লাহওয়ালা হওয়া যায়? ২। আপনার সাইটে যেসব আল্লাহওয়ালা বুজুর্গদের লিস্ট দেয়া আছে, আমি প্রায়জনের কাছেই গিয়েছি। কিন্তু দুই একজন বাদে সবাই চুল ছোট করে রাখে, আর সুন্নাত হলো- চুল ঘাড় পর্যন্ত লম্বা করা, এর ভেদ কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। না, সুন্নাত ব্যতীত আল্লাহওয়ালা হওয়া যায় না। তবে কোন সুন্নাত কোন বুজুর্গের মধ্যে না পেলেই তার ব্যাপারে খারাপ ধারণা করাও সমীচীন নয়। কেননা সুন্নাতের প্রকারভেদ রয়েছে। এক প্রকার সুন্নাত হল সুন্নাতে যায়েদা বা আদিয়া। যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যক্তিগত অভ্যাসগত কারনে করতেন। যেমন পাগড়ী পরিধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়্যাতের পূর্ব থেকেই পাগড়ী পরিধান করতেন। কিন্তু কখনো কাউকে পাগড়ী পড়তে আদেশ করেননি। বাবরী চুল রাখাও অনুরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বাবরী রেখেছেন কিন্তু কখনো উম্মতকে বাবরী রাখতে আদেশ করেননি। যার দরুন সাহাবায়ে কেরামের অনেকেই বাবরী রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাদেরকে কিছু বলেননি। তবে নিঃসন্দেহে বাবরী রাখা সুন্নাত এবং কেউ রাখলে এর ছাওয়াবও পাবে। তাছাড়া বাবরী রাখলে এর পিছনে কিছুটা সময় দিতে হয় আবার অনেকের স্বাস্থ্যগত সমস্যা হয় তাই অনেকের রাখা হয়ে উঠে না। তাই কেউ না রাখলে তার প্রতি খারাপ ধারণা করা বা তাকে ভৎসনা করা উচিত নয়। কেননা এটা বাধ্যতামূলক সুন্নাত নয়।

Loading